গাংনীতে ভ্রাম্যমাণ আদালত ও বাজার অভিযানে দুই দোকানির জরিমানা

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী শহরের সার কীটনাশক ও মুদি দোকানে অভিযান চালিয়ে চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, এসএম জামাল আহম্মেদের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত ও মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক সেলিম আহম্মেদের উদ্যোগে বাজার অভিযান শুরু হয়। অভিযানে থানা সড়কে মোমিন স্টোরকে দুই হাজার এবং  সরোয়ার হোসেনের সার কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে থাকা পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় তাদের দোষী সাব্যস্ত করে জরিমানা আদায় করা হয়েছে।