গাংনীতে লেগুনা দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ আহত তিন

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার গোপালনগর নামক স্থানে লেগুনা গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক আবু জাফর (৬০) নামের এক মোট সাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় লেগুনা উল্টে যাত্রী মোতলেব হোসেন (৭০), রওশন আলী (৩০) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আহত আবু জাফর জুগিরগোফা গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। আহত রওশনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গার শিয়ালমারী গ্রামে এবং মোতলেব হোসেরে বাড়িতে গাংনীর বাথানপাড়া গ্রামে। জাফরকে কুষ্টিয়া মেডিকেলে ও অপর দুজনকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাংনী-হাটবোয়ালিয়া সড়কে চলচলকারী একটি লেগুনা গাংনীর দিকে আসছিল। গোপালনগর মোড়ে পৌঁছুলে সামনে থাকা মোটর সাইকেল চালক আবু জাফরকে ধাক্কা দেয়। মোটর সাইকেলটি সামনের দিকে ঠেলে নিয়ে যাওয়ার এক পর্যায়ে লেগুনা রাস্তার উপরেই উল্টে পড়ে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মুমূর্ষ অবস্থায় আবু জাফরকে কুষ্টিয়া মেডিকেলে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।