শিশু রুহানীর জীবন প্রদীপ নিভতে বসেছে

জীবননগর ব্যুরো: শিশু বয়সেই ফাতেমাতুজ রুহানীর (১২) জীবন প্রদীপ নিভতে বসেছে। স্কুলের অসম্বভ মেধাবী রুহানীর এ বয়সেই শরীরে বাসা বেধেছে বন ও লিমফোমা নামক ক্যান্সার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে সে চিকিৎসাধীন। অর্থাভাবে তার দলিল লেখক পিতা রুহানীর চিকিৎসা করাতে গিয়ে হিমশিম খাচ্ছেন। চিকিৎসকগণ জানিয়েছেন তার চিকিৎসার জন্য এই মুহূর্তে প্রয়োজন ১০ লাখ টাকা। চিকিৎসা করালে সে সুস্থতা লাভ করতে পারে।

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা গ্রামের দলিল লেখক খাদেমুল ইসলামের মেয়ে ফাতেমাতুজ রুহানী বাঁকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। ২য় শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ক্লাসে তার রোল নম্বর-১। মেধা ও চঞ্চলতার কারণে স্কুলের সকলের নিকট সে সুপরিচিত এবং শিক্ষকদের নিকট প্রিয়পাত্রে পরিণত হয়েছে। সেই রুহানীর শরীরে মারণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে। গত জানুয়ারি মাসে চিকিৎসকগণ তার শরীরের বন ও লিমফোমা নামক দুটি ক্যান্সারের অস্তিত্ব পান। তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পিএইচও বিল্ডিঙের বি-ব্লকের তয় তলায় ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার শরীরে কেমোথেরাপি দেয়া হয়েছে। চিকিৎসকগণ জানিয়েছেন তাকে সুস্থ করতে প্রয়োজন ১০ লাখ টাকা। কিন্তু তার দরিদ্র পিতার পক্ষে এতো টাকা জোগাড় করা অসম্ভব। ১২ বছরের ফুটফুটে রুহানী বাঁচতে চাই। এ জন্য সরকারসহ সকলের নিকট সাহায্যের হাত বাঁড়িয়েছেন তার দরিদ্র পরিবার। সকলের একটু সহযোগিতা তাকে হয়তো এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকার পথ সুগম করবে। সাহায্য পাঠানোর ঠিকানা- মঞ্জুয়ারা খাতুন, সঞ্চয়ী হিসাব নং- ৬৪৮৮, অগ্রণী ব্যাংক, জীবননগর শাখা, চুয়াডাঙ্গা অথবা মোবাইল বিকাশ নং- ০১৯১৩-১২৪১৭০।