মানবাধিকার কমিশনের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাদান কার্যক্রম পরিদর্শন

স্টাফ রিপোর্টার: হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা দান কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার একটি টিম। বাংলাদেশ মানবাধিকার কমিশনের উপজেলা শাখার সভাপতি মোসলেম উদ্দীন এবং সেক্রেটারি মফিজুর রহমানের নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট টিমটি গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নটা থেকে প্রায় দুই ঘণ্টাকাল সেখানে অবস্থান করে বিভিন্ন সেক্টরের কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামিনুর রশিদ বামাক টিমকে স্বাগত জানিয়ে বিভিন্ন বিভাগের কার্যক্রমের উপর ব্রিফিং প্রদানের পর তাদের সর্বাত্মক সহযোগিতা প্রদান করেন। তবে ডাক্তার সঙ্কটসহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সেক্টরে জনবল সঙ্কট, চাহিদা মোতাবেক সব সময় পর্যাপ্ত ওষুধের অপ্রতুলতা, বিদ্যুতের লোডশেডিঙের সময় রোগীদের দুর্ভোগসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা তিনি বামাক টিমকে অবহিত করেন। উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য ২৯ জন চিকিৎসকের পদ থাকলেও সেখানে মাত্র ৫ জন চিকিৎসক কর্মরত আছেন বলে ডা. রশিদ জানান। তিনি ১২ ফেব্রয়ারি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পাওয়ার পর পরই রোগীদের সেবার মান বৃদ্ধি করতে আন্তরিকভাবে সচেষ্ট হন। এ সময় তিনি পানীয় জলের কষ্ট নিরসনে নলকূপ স্থাপন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, বৈদ্যুতিক পাখার সংখ্য বৃদ্ধিসহ অবৈধ চাপ মুক্ত করতে নানামুখি বাস্তব পদক্ষেপ গ্রহণের কথা উল্লেখ করেন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে চিকিৎসক স্বল্পতা দূরীকরণসহ স্বাস্থ্যবান্ধব অন্যান্য কর্মসূচি বাস্তবায়নে পর্যায়ক্রমে অগ্রসর হচ্ছেন বলে জানান। ডা. জামিনুর রশিদ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার দায়িত্ব পালনের পাশাপাশি পূর্বের ন্যায় নিয়ামিত হাসপাতালে বহির্বিভাগে রোগী দেখার কর্মসূচি অব্যাহত রাখায় বামাক টিম তাকে অভিনন্দন জানায়। তবে রোগীদের খাবার মেনুতে ব্রয়লার ও পাঙাশ মাছ সরবাহে রোগীরা খুশি হতে পারছেন না বলে জানা যায়। বামাক টিমটি তাদের পর্যবেক্ষণে বিভিন্ন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকের পদ সৃষ্টিসহ চিকিৎসক সঙ্কট দূরীকরণ, নিরবচ্ছিন্ন বিদ্যুত ব্যবস্থা গড়ে তোলাসহ একটি মানসম্মত স্বাস্থ্য কমপ্লেক্সে গড়ে তুলতে সংশ্লিষ্ট বিভাগের আন্তরিক সহযোগিতা কামনা করেন।