ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়রসহ ৪ জনকে গুলি করে হত্যা

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ধানবাদের প্রাক্তন ডেপুটি মেয়রসহ ৪ জনকে গুলি করে হত্যা। গত রাত ৯টার দিকে নিজের গাড়ি করে বাড়ি ফিরছিলেন প্রাক্তন ডেপুটি মেয়র তথা কংগ্রেস নেতা নীরজ সিংহ। এ সময় ওই গাড়িতে আরও তিনজন ছিলেন।

জানা গেছে, পেছন থেকে বাইকে করে এসে কয়েকজন দুষ্কৃতিকারী হামলা চালায়। গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মৃত্যু ৩ জনের। নিহতরা হলেন- নীরজের দেহরক্ষক, চালক এবং সহযোগী অশোক যাদব। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মারা যান ডেপুটি মেয়র। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, হামলায় একে-৪৭ রাইফেল ব্যবহার করা হয়েছে। এ সময় কমপক্ষে ৫০ রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে।
এদিকে ঘটনা জানাজানি হতেই এলাকায় অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। অনেকে হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি সামলাতে সিআইএসএফ জওয়ানদের একটি ইউনিটকে নামিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রের খবর, আততায়ীরা রাজ্যের বাইরে থেকে এসেছিলো।