আজ বিশ্ব পানি দিবস

 

স্টাফ রিপোর্টার: বিশ্ব পানি দিবস আজ। পানিসম্পদের সর্বাধিক গুরুত্বের স্বীকৃতি হিসেবে ১৯৯৩ সাল থেকে প্রতি বছর দিবসটি সারাবিশ্বে বিভিন্ন আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে। এ বছরের বিশ্ব পানি দিবসের প্রতিপাদ্য ‘পানি ও বর্জ্য পানি’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ বুধবার নানা আয়োজনের মধ্যে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন। দিবসটি উপলক্ষে আজ চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্র শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

চলমান বৈশ্বিক অর্থনীতিতে বর্জ্য পানিকে একটি মূল্যবান সম্পদ হিসেবে মনে করা হয়। বর্জ্য পানির নিরাপদ ব্যবস্থাপনা মানবস্বাস্থ্য, পরিবেশ-প্রতিবেশ, জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের জন্য একটি সঠিক বিনিয়োগ বলে মনে করেন পরিবেশবাদীরা।