গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রধান শিক্ষক বেআইনিভাবে মনগড়া কমিটি গঠন করছে মর্মে শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে প্রধান শিক্ষক মাহাবুবুর রহমান কাজল আইনের তোয়াক্কা করছেন না। অভিভাবকদের না জানিয়ে তিনি মনগড়া কমিটি গঠনের অপচেষ্টা করছেন। সম্প্রতি একটি কমিটির তালিকা করেছেন তিনি। এতে প্রধান শিক্ষককের দুই ভাই, ভাইয়ের স্ত্রীকে অভিভাবক সদস্য করা হয়েছে। এদের কারো সন্তান থানাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লেখাপাড়া করে না। কয়েকজন অভিভাবক লিখিত অভিযোগে বলেন, কমিটি গঠনের নীতিমালা উপেক্ষা করে প্রধান শিক্ষক তার কাছের লোকজন দিয়ে কমিটি গঠন করে তা অনুমোদনের পাঁয়তারা করছেন। তাই নীতিমালা অনুযায়ী বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সকল অভিভাবকদের নিয়ে প্রকাশ্যে কমিটি গঠনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।