গাংনীর হাজি আবু বক্করের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামের প্রাক্তন শিক্ষক হাজি আবু বক্করের নামে দায়ের করা যৌন নির্যাতন মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গ্রাম্য বিরোধের জের ধরে মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছে বলে দাবি করেছেন মানববন্ধনকারীরা। গতকাল বিকেলে গ্রামের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, হাজি আবু বক্কর হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক। বয়োবৃদ্ধ এই ব্যক্তির হাত ধরে এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। আজীবন তিনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন। হাজি আবু বক্করকে আলোকিত মানুষ আখ্যায়িত করে বক্তারা বলেন, আজীবন তিনি এলাকার মানুষের মঙ্গলের জন্য কাজ করছেন। শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি তিনি দানবীর হিসেবেও পরিচিত। এছাড়াও তিনি হিন্দা জামে মসজিদ ও গোরস্তান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালনসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান পরিচালনায় আস্থার সাথে দায়িত্ব পালন করছেন। একটি মহল ধর্মীয় প্রতিষ্ঠারে অর্থ লুটে নিতে চাইলে বাধা দেন আবু বক্কর। এসব নিয়ে গ্রাম্য বিরোধের জের ধরে ওই কুচক্রী মহল তাকে সামাজিকভাবে হেয় ও মানহানি করার অপচেষ্টায় দীর্ঘদিন থেকেই লিপ্ত রয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতিবেশী এক শিশুকন্যার যৌন নির্যাতনের অভিযোগ তুলে হাজি আবু বক্করের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। প্রবীণ এই শিক্ষক এখন হয়রানিমূলক ওই মামলায় হাজতবাসে রয়েছেন। তার মুক্তি দাবি করে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করে গ্রামবাসী। মানববন্ধনে অ্যাড. খাইরুল ইসলাম মজনুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন হুমায়ন কবির রিপন, কিরণ হোসেন, হিরণ হোসেন, জিনারুল ইসলাম, ফজলুর রহমান, হারুন, জুয়েল রানা, আব্দুস সালাম, লাল্টু মিয়া প্রমুখ।