ফিজিকে উড়িয়ে বাংলাদেশের জয়

 

স্টাফ রিপোর্টার: বিশ্ব হকি লিগে ফিজিকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মামুনুর রহমান চয়ন ও অধিনায়ক রাসেল মাহমুদ জিমি জোড়া এবং আশরাফুল ইসলাম একটি গোল করেন। আর ফিজির হয়ে একটি গোল পরিশোধ করেন স্মিথ হেক্টর। গতকাল রোববার ঘরের মাঠ মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে খেলার ২৬ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন চয়ন। তবে ৬ মিনিটের মাথায় সমতায় ফেরে ফিজি। স্মিথ হেক্টরের চমৎকার হিট ফিজিকে খেলায় ফেরায়। গোল খেয়ে যেন আরও ভয়ংকর হয়ে ওঠেন টাইগাররা। বিশেষ করে অধিনায়ক জিমি। খেলার ৩৭ ও ৪১ মিনিটে টানা দুই গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি। এরপর ৫০ মিনিটে পেনাল্টি কর্নারে চতুর্থ গোল এনে দেন চয়ন। ৫৮ মিনিটে ফিজির জালে শেষ পেরেক ঠুকেন আশরাফুল। এর আগে গত শনিবার প্রথম ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিলো বাংলাদেশ। গত মঙ্গলবার ওমানের সঙ্গে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।