আলমডাঙ্গায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১ গাঁজা ব্যবসায়ীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জনকে জরিমানা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় পৃথক পৃথক ভ্রাম্যমাণ আদালতে ১ গাঁজা ব্যবসায়ীসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ১ জনকে জরিমানা করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জানা গেছে, উপজেলা কুমারী হঠাৎপাড়ার মৃত কিবাত আলীর ছেলে মাদকসেবী ঝড়ু (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করতো। ঝড়ু– কুমারীসহ আশপাশ গ্রামে ও আলমডাঙ্গা শহরেও গাঁজা বিক্রয় করতো। গতকাল উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গা থানার এসআই মিজানুর রহমানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী ঝড়ুর ১ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে আলমডাঙ্গা পৌর এলাকায় উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান আলমডাঙ্গা থানার এসআই পিয়ার আলীকে সঙ্গে নিয়ে এরশাদপুর গ্রামের জুয়ার আড্ডায় অভিযান চালিয়ে ৪ জুয়াড়িকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক এরশাদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে শাহিনকে (৩৫) জুয়া খেলার অপরাধে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, একই গ্রামের মৃত নবিছদ্দিনের ছেলে অহিদুল ইসলামকে (৪০) একই অপরাধে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড, মৃত শামসদ্দিনের ছেলে ছানোয়ার হোসেনকে (৪৫) একই অপরাতে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এরশাদপুর গ্রামের মৃত আজাহার মণ্ডলের ছেলে রুহুল আমীনকে (২৫) ৬শ টাকা জরিমানা করেন।