গাংনী সরকারি ডিগ্রি কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মকবুল হোসেন এমপি : তথ্যপ্রযুক্তি শিক্ষা ছাড়া বৈষ্ণিক চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়

 

গাংনী প্রতিনিধি: আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তি শিক্ষার ওপর জোর দেয়ার আহ্বান জানালেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন। গতকাল সোমবার সকালে গাংনী সরকারি ডিগ্রি কলেজের আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্যদিয়ে বাংলাদেশ বিশ্ব তথ্যপ্রযুক্তির মহাসড়কে প্রবেশ করেছে। কিন্তু প্রতিদিনই নতুন নতুন উদ্ভাবন ও প্রযুক্তি যোগ হচ্ছে বিশ্বের দরবারে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের ছেলেমেয়েদের তথ্য প্রযুক্তি জ্ঞানে সম্মৃদ্ধ করতে হবে। এ ভবন নির্মানের মধ্যদিয়ে তথ্যপ্রযুক্তিতে গাংনী তথা মেহেরপুর জেলা আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ও গাংনী সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিকুর রশিদ রিজভী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী থানার সেকেন্ড অফিসার মনিরুজ্জামান, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম, জেলা ছাত্রলীগ সহসভাপতি সাইফুজ্জামান সিপু, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীব, কলেজ ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম রতনসহ শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের অধীনে ২ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করছে শিক্ষা প্রকৌশল অধিদফতর। মেহেরপুর শিক্ষা প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী সুব্রত কুমার পাল জানান, চারতলা ভবনটি নির্মাণ কাজের দরপত্র পেয়েছেন কুষ্টিয়ার ঠিকদারী প্রতিষ্ঠান সারজিল অ্যান্ড গ্যালাক্সি জয়েন ভেঞ্চার। আগামী ২৪ মাসের মধ্যে কাজটি শেষ করতে হবে। এ ভবনে ৬টি শ্রেণিকক্ষ, ১টি আইসিটি ল্যাব, ১টি পরীক্ষা কেন্দ্র, শিক্ষক মিলনায়তন, স্টোররুমসহ বিভিন্ন সুবিধা থাকবে এ ভবনটিতে।