বাবা হত্যার দায়ে ছেলে হাফিজুর রহমানের ১০ বছেরের কারাদণ্ড

মেহেরপুর গাংনীর পশ্চিম মালসাদহে প্রবাস থেকে ফিরে টাকার হিসেব না পেয়ে হয়ে ওঠে কুলাঙ্গার

 

মেহেরপুর অফিস: বাবা হত্যার দায়ে ছেলে হাফিজুর রহমানকে ১০ বছেরের সশ্রম কারাদণ্ডদেশ দিয়েছেন মেহেরপুরের বিজ্ঞ আদালত। একই সাথে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এটিএম মুসা ওই দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত হাফিজুর রহমান মেহেরপুরের গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথার ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের মোজাম্মেল মালিথার ছেলে হাফিজুর রহমান ২০০৯ সালে বিদেশ থেকে বাড়ি ফেরার পর তার টাকা-পয়সার হিসেব-নিকেশ নিয়ে পিতার সাথে ঝগড়া করে। এরই জের ধরে ওই বছরের ২২ নভেম্বর ছেলে হাফিজুর রহমান পুকুরে ডুবিয়ে পিতা মোজাম্মেল মালিথাকে হত্যা করে। এঘটনায় ঘাতক হাফিজুর রহমানের বড়ভাই কামাল উদ্দিন বাদি হয়ে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে একমাত্র আসামি হাফিজুর রহমানের বিরুদ্ধে চার্জশীট দাখিল করেন। মামলায় ১০জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিজ্ঞ বিচারক ওই রায় ঘোষণা করেণ।

মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলী ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজি শহিদুল হক। আসামি পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. আসাদুজ্জামান।