চুয়াডাঙ্গা সরকারি কলেজে বাংলা বিভাগের উদ্যোগে পিঠা উৎসব

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের উদ্যোগে পিঠা উৎসব-২০১৭ আয়োজন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান। এ সময় বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক মুন্সি আবু সাইফ ও জাহিদুল হাসান, প্রভাষক হেলাল উদ্দিন ও মারুফা ইয়াসমীনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দরা উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে ভাপা পিঠা, ঝিনুক পিঠা, লবঙ্গ লতিকা, রসগুড় পিঠা, গ্রীণ পিঠা ও বিচিত্র পিঠাসহ শতাধিক প্রকারের পিঠা উৎসবে শোভা পায়।

পিঠা উৎসবে প্রধান অতিথি অধ্যক্ষ প্রফেসর মো. কামরুজ্জামান বলেন, পিঠা উৎসব বাঙালি সংস্কৃতির অন্যতম ধারক। বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের এ আয়োজন অন্য বিভাগগুলোকে উৎসাহ দেবে। আমি আশা করবো বাংলা বিভাগ আগামীতে আরও ভালো কিছু করতে অনুপ্রাণীত হবে।