দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন ২১ জানুয়ারি

 

কার্যনির্বাহী পরিষদের বৈঠক ॥ ১০ জানুয়ারি সাধারণসভা

দর্শনা অফিস: দর্শনা কেরুজ চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২১ জানুয়ারি। সাধারণ সভা অনুষ্ঠিত হবে ১০ জানুয়ারি। এবারের নির্বাচনে ২৫ সদস্য বিশিষ্ট কমিটির স্থলে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। সংশোধনী জনিত কারণে কার্যনির্বাহী পরিষদের শেষ বৈঠক খানেকটা দেরিতে অনুষ্ঠিত হলো। গত বুধবার সকাল ১০টার দিকে কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকের সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী। আলোচনা করেন সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি রেজাউল ইসলাম, ফারুক আহম্মেদ, যুগ্মসম্পাদক ইসমাইল হোসেন, জয়নাল আবেদীনসহ কমিটির সকলে। বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক আগামী ১০ জানুয়ারি সকাল ১০টার দিকে প্রত্যাশিত পক্ষ-বিপক্ষকে কথার তীরে ঘায়েল করা সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন। নির্বাচন পরিচালনা পর্ষদের প্রধান করা হয়েছে কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশারফ হোসেনকে। ৫ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্য সচিব মহাব্যবস্থাপক (প্রশাসন) আকুল হোসেন, সদস্য কেরুজ হাইস্কুলের প্রধান শিক্ষক আকরাম হোসেন শিকদার, আব্দুল ফাত্তাহ ও ফিদা হাসান বাদশা। নির্বাচন পরিচালনা পর্ষদ কর্তৃক তফসিল ঘোষণার অপেক্ষা এখন। কবে নাগাদ তফসিল ঘোষণা করা হচ্ছে তা এখনো পরিষ্কার নয়।