পানির ফোয়ারার মতো গ্যাসের উদগিরণ : কৌতূহলী মানুষের ভিড়

আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে বসতবাড়িতে টিউবওয়েলের নতুন পাইপ স্থাপন করতে গিয়ে বিকট শব্দ

 

অনিক সাইফুল: আলমডাঙ্গার পাইকপাড়া গ্রামে টিউবওয়েল বসাতে গিয়ে বিকট শব্দে চাপের মুখে গ্যাস নির্গত হচ্ছে। শোঁ শোঁ শব্দে অনবরত বেরিয়ে আসছে গ্যাস। দেখলে মনে হবে পানির ফোয়ারা। আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নের পাইকপাড়ার মুচিপাড়ায় জামিরুলের বসতবাড়িতে টিউবওলের নতুন পাইপ পুঁততে গেলে এ বিপত্তি দেখা দেয়। খবর পেয়ে এলাকার হাজারো কৌতূহলী মানুষ ছুটে যান এ দৃশ্য দেখতে। ওই ফোয়ারায় আগুন দিলে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। এতেই প্রত্যক্ষদর্শীদের ধারণা এখানে রয়েছে প্রাকৃতিক গ্যাস। শেষমেশ বাধ্য হয়েই মিস্ত্রিরা পাইপ বসানো বন্ধ করে দেন।

জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে লক্ষ্মীপুর গ্রামের টিউবওয়েল মিস্ত্রি মতিন নিজের সহকারীদের নিয়ে পাইকপাড়া গ্রামের মুচিপাড়ার বিশারতের ছেলে জামিরুলের বাড়িতে টিউবওয়েল স্থাপনের কাজে যান। মাটি খুঁড়ে একে একে ৬০ ফুট পাইপ মাটির নিচে পুঁতে দেন। বেলা ১১টার দিকে হঠাৎ পাইপের ভেতর থেকে বিস্ফোরণের মতো পানি ওপরের দিকে উদগিরণ হতে থাকে। কোন কিছ বুঝে ওঠার আগেই আতঙ্কে মিস্ত্রি মতিন ও তার সহকারীরা এদিক ওদিক ছুটতে থাকেন। তারা দেখতে পান পাইপ দিয়ে পানি আকাশের দিকে ছুটলেও পানি নিচে পড়ছে না। অধিকাংশ পানি বাতাসের সাথে মিলিয়ে যাচ্ছে। দলে দলে লোকজন এ দৃশ্য দেখতে ছুটে আসে। এ সময় গ্রামের কৌতূহলী লোকজন আকাশের দিকে ছুটে চলা পানিতে আগুন ধরিয়ে দিলে দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী বুঝতে পারে এটি পানির উদগিরণ নয়, প্রাকৃতিক গ্যাস। খবর পেয়ে স্থানীয় ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পাইপ তুলে গ্যাসের উদগিরণ বন্ধ করে দেয়া হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে সচেতন গ্রামবাসী মনে করেন।