বাল্যবিয়ে দেয়ার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামের সোবারেককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: বাল্যবিয়ে দেয়ায় অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মেয়ের পিতা চুয়াডাঙ্গা সদরের ফুলবাড়ি গ্রামের সোবারেক আলিকে জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান এ রায় দেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সূত্রে জানা গেছে গত ৪ নভেম্বর শুক্রবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি গ্রামের সোবারেকের মেয়ে সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের ১০ম শ্রেণির ছাত্রী বৃষ্টি খাতুনের (১৫) বিয়ে সম্পাদন করেন। গোপনে সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান সংবাদ পেয়ে বিয়ের বিষয়টি যাচাইয়ের জন্য উপজেলা কার্যালয়ের পিসি ওসমান গনিকে পাঠান  ফুলবাড়ী গ্রামে এবং বাড়িতে গিয়ে বিয়ে পড়ানোর প্রমাণ পান। কিন্তু মেয়ের পিতা সোবারেক আলী মেয়েকে বাল্যবিয়ে পড়ানোর কথা অস্বীকার করলেও গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির হন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতে বাল্যবিয়ে নিরোধ আইন ১৯২৯ সালের ১৯৮৪’র সংশোধনী ৫ ধারায় মেয়ের পিতা সোবারেককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। বাল্যবিয়ে পড়ানোর অপরাধে ফুলবাড়ি পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম লুৎফর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কার্যালয়ের পিসি ওসমান গনি।