চুয়াডাঙ্গায় জেলা ব্র্যান্ডিঙের ধারণা বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা ব্র্যান্ডিঙের ধারণা বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে অতিরিক্ত জেলা প্রশাসকের (সার্বিক) অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবপ্রসাদ পাল, অধ্যক্ষ (অব.) সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ (অব.) এসএম ইস্রাফিল, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মাসুম আহমেদ ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আওয়ালসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। একটি জেলার চলমান উদ্যোগ এবং সম্ভাবনা সমূহকে বিকশিত করার মাধ্যমে জেলার সার্বিক উন্নয়ন ঘাটানোয় সম্ভব। ব্র্যান্ডিং প্রতিটি জেলাকে একটি সুনির্দিষ্ট রূপকল্প দেবে। যা গৃহীত কর্ম পরিকল্পনার সুসংগঠিত বাস্তবায়নের মাধ্যমে সেই জেলাকে একটি গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। একটি জেলার সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষা, ঐতিহ্য, গৌরবকে দেশে-বিদেশে ভাস্বর করে তোলার লক্ষ্যে সকলের একাত্ম হয়ে কাজ করার জন্য জেলা ব্র্যান্ডিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।