গোলোৎসব ম্যাচে শেখ জামালের জয়

স্টাফ রিপোর্টার: সিলেটের মানুষ প্রাণভরেই উপভোগ করলো ম্যাচটি। এমনিতেই শেখ জামাল ধানমন্ডি ও ব্রাদার্স ইউনিয়নের ম্যাচটির গায়ে বড় ম্যাচের তকমাটা ছিলোই, গোল-উৎসব ম্যাচটিকে করে তুললো আরও আকর্ষণীয়। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচের নিষ্পত্তি ৫-৪ গোলে। ব্রাদার্সের দুর্ভাগ্য, প্রতিদ্বন্দ্বিতা গড়েও শেখ জামালকে জয়-বঞ্চিত করতে পারেনি তারা।

ম্যাচের ২৮ মিনিটে ওয়েডসনের গোলে ১-০ গোলে এগিয়ে গিয়েছিলো শেখ জামাল। পরের মিনিটেই ল্যান্ডিং স্কোর লাইন ২-০ করে ফেলেন। দুই গোলে পিছিয়ে পড়া ব্রাদার্সকে খেলায় ফেরান মান্নাফ রাব্বি। ৩১ মিনিটে রাব্বি ব্যবধান কমালেও জামালকে ৩-১ গোলে এগিয়ে দেন এমেকা ডার্লিংটন। প্রথমার্ধের একেবারে অন্তিম মুহূর্তে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগিয়ে ব্যবধান ৩-২ করেন ব্রাদার্সের আগাস্টিন ওয়েলসন। দ্বিতীয়ার্ধে ব্রাদার্স পেয়েছে আরও দুটি পেনাল্টি। দুটি পেনাল্টি কাজে লাগাতে পারলে অবশ্য শেখ জামালের পয়েন্ট কেড়েই মাঠ ছাড়তে পারত ব্রাদার্স। তবে দুর্ভাগ্য কিংসলে ৭৮ মিনিটে প্রাপ্ত পেনাল্টি কাজে লাগালেও পারেননি ওয়ালসন।