ঝিনাইদহের কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একীভূত ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

 

ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল রোববার সকালে ঝিনাইদহ কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একীভূত ক্রীড়া প্রতিযোগিতার আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এইড ফাউন্ডেশনের কর্মসূচি পরিচালক আশাবুল হক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপুর আব্দুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এএক.এম হাফিজুল্লাহ আজাদ। সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট-সিডিডি এর আর্থিক সহযোগিতায় এইড ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সহাকারী শিক্ষক রোজিনা খাতুন, সহাকারি শিক্ষক শাহনাজ বেগম, প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর সুরাইয়া পারভীন শিল্পি,প্রকল্পের ফ্যামিলি এ্যান্ড গ্রুপ মোবিলাইজার এনামুল কবির টিপু , শিক্ষক মাকসুদা আক্তার স্বর্ণা প্রমুখ।

প্রতিযোগিতায় বাক ও শ্রবণ প্রতিবন্ধী, সাধারণ শিক্ষার্থী, কিশোর-কিশোরী, যুবক-যুবতী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে দৌড় প্রতিযোগিতা, দড়িলাফ, মোরগ লড়াই, মারবেল দৌড়, একশো মিটার দৌড়, ব্যাঙ লাফ, চকলেট দৌড়, অভিভাবকদের চিপস বদলসহ ৭ খেলায় অংশ নেয়। পরে অতিথিবৃন্দরা বিজয়ী ক্রীড়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সার্বিকভাবে সহযোগিতা করেন সুরাইয়া পারভীন শিল্পী ও শিক্ষক মাকসুদা আক্তার স্বর্ণা।