দুর্নীতিমুক্ত বেকার যুবকদের চাকরির নিশ্চয়তা চাই

 

বাংলাদেশ যুবমৈত্রী চুয়াডাঙ্গা জেলা কমিটির আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি চুয়াডাঙ্গা জেলা শাখা কার্যালয়ে এ আলোচনাসভার আয়োজন করে। সংগঠনের সভাপতি মামুন-অর-রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাব্বাহ আলী খান কলিন্স। এ সময় তিনি বলেন, দেশ একটি গভীর সঙ্কটে মধ্যে চলছে। এই সঙ্কট সৃষ্টি ও জিয়িয়ে রেখে বিএনপি-জামাত ক্ষমতায় যাওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিদের মাধ্যমে দেশে হত্যাযজ্ঞ চালিয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে হেয় করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি আরও বলেন, দেশের অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখতে এবং দুর্নীতিমুক্ত বেকার যুবকদের চাকরির নিশ্চয়তার দাবিতে যুবমৈত্রী সামিল করে এ অঞ্চলের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে লড়াই করতে হবে। কলিন্স বলেন জামাত-শিবির নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের সম্পাদ বাজেয়াপ্তসহ তাদের সন্তানদের রাজনীতি নিষিদ্ধের আইনের দাবি করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্সপার্টির চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি কমরেড সিরাজুল ইসলাশ শেখ, জেলা যুবমৈত্রী কমিটির সাধারণ সম্পাদক ইমরান হোসেন রুমেন, ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মাহবুদ রানা তরুন প্রমুখ। সভায় জানানো হয় আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকায় মুক্তিযুদ্ধের চেতনায় ছাত্র-যুবশক্তির ঐক্যবদ্ধ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ প্রতিহত করা সমাবেশ সফল করার লক্ষ্যে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।