আলিয়ারপুর নবগঙ্গার নদীর ওপর নির্মিত ব্রিজটি ঝুঁকিপূর্ণ যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা

 

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বদরগঞ্জ-কুতুবপুর বাজার সড়কের আলিয়ারপুর নবগঙ্গা নদীর ওপর নির্মিত ব্রিজটি ভয়াবহ ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঝুঁকি নিয়ে বিভিন্ন যানবাহন চালকরা প্রতিদিন চলাচল করছে এ ব্রিজের ওপর দিয়ে।

জানা গেছে, চুয়াডাঙ্গার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরগঞ্জ আলিয়ারপুর গ্রামের মরহুম আব্দুল আজিজ ১৯৬৯ সালে দিকে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর, কুষ্টিয়া, আলমডাঙ্গা এলাকার লোকজন ও যানবাহন চলাচলের জন্য বদরগঞ্জ আলিয়ারপুর নবগঙ্গা নদীর ওপর ব্রিজ নির্মাণ করে। ব্রিজটি বছরের পর বছর ধরে সংস্কার বা না করাই ব্রজিটির চারপাশের ওয়ালসহ পাকা দেয়ালে ফাদলের সৃষ্টি  হয়েছে। তাছাড়া ব্রিজটির ধারণ ক্ষমতার চেয়ে ভারী যানবাহন চলাচলের ফলে ব্রিজটির ওয়ালের বিভিন্ন অংশ ফাটল ধরে ভেঙে পড়ছে। ব্রিজটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।