মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ছেড়া তারে বিদ্যুতায়িত হয়ে ১ বাংলাদেশী যুবকের মৃত্যু

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে রেজাউল হোসেন (৩৬) নামের এক বাংলাদেশী যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসীসূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্ত দিয়ে ৫২/ ৩ আরএস পিলার পার হয়ে অবৈধভাবে রেজাউল ও তার সঙ্গীরা ভারতে কুলিয়া রোনঘাট থানার রাশকুল গ্রামে যায়। সেখানে বিদ্যুতের তার ছিড়ে রাস্তায় পড়ে থাকলেও রেজাউল না দেখে সেই তারের ওপর দিয়ে গেলে বিদ্যুতস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তখন তার সঙ্গীরা তার লাশ ঘাড়ে করে বাড়িতে নিয়ে আসে। সে  লেবুতলা গ্রামের মুনছুর আলীর ছেলে। এ সময় খবর পেয়ে ভৈরবা পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম ওই লাশ হেফাজতে নেন।

তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবন্থা নেয়া হবে। এ দিকে ২৬, ব্যটিলিয়নের সিও লে, কর্নেল জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অবৈধভবে ভারতে প্রবেশ করার কারণে তার বিরুদ্ধে থানায় মামলা হবে।