অবৈধভাবে পরিচালিত হাটবোয়ালিয়ার দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ

 

আলমডাঙ্গব্যুরো: অবশেষে অবৈধভাবে পরিচালিত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার দুটি ক্লিনিক বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ উপেক্ষা করে ক্লিনিক চালু রাখলে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসসূত্র জানিয়েছে। হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক ও নিউ জনসেবা ক্লিনিক অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিলো। শর্ত মোতাবেক প্রতিটি ক্লিনিকে ৬ জন ডিপ্লোমাধারী নার্স ও ৩ জন সার্বক্ষণিক এমবিবিএস ডাক্তার থাকার বাধ্যবাধকতা থাকলেও তা নেই।

এমন পরিস্থিতিতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান গত ২৭ জুলাই ক্লিনিক দুটি পরিদর্শনে যান। খবর পেয়ে নিউ জনসেবা ক্লিনিক থেকে সকল রোগীকে বের করে দরজায় তালা লাগিয়ে কর্তৃপক্ষ সটকে পড়ে। আর হাটবোয়ালিয়া প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ক্লিনিক কর্তৃপক্ষ রোগীদের অন্য বিল্ডিঙে স্থানান্তর করে। ইতোমধ্যে হাটবোয়ালিয়ার দুটি হাসপাতাল বন্ধের নির্দেশ হয়েছে বলে চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাদী জিয়া উদ্দীন আহমেদ সাঈদ জানিয়েছেন। বিষয়টি তাপ্তরিকভাবে জেলা প্রশাসককেও অবহিত করা হয়েছে বলে জানান তিনি।