চুয়াডাঙ্গার গিরীশনগরে বিদ্যুত শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে দুটি ঘর ভস্মীভূত

 

টাকা মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি

বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গিরীশনগর মাঠপাড়ার আব্দুল বাতেনের বাড়িতে বিদ্যুত শর্ট সাকির্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে গরু বিক্রি ৫০ হাজার টাকা অন্যান্যা মালামালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়েছে। বর্তমানে ওই পরিবারে লোকজনের পরনের পোশাক ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যুত শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের গিরীশনগর মাঠপাড়ার জাফর আলীর ছেলে আব্দুল বাতেনের বাড়িতে। অগ্নিকাণ্ডে বাতেনের দুটি বসত ঘর সম্পূর্ণ রূপে ভস্মীভূত হয়ে যায়। এ সময় ঘরের মধ্যে বালিশের নিচে থাকা গুরু বিক্রি ৫০ হাজার টাকা, ১০ মণ চালসহ প্রায় ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। আগুনের তীব্রতা এতোটাই বেশি ছিলো যে, ঘরের মধ্যে থাকা কোনো মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। স্থানীয়রা অনেক চেষ্টার পরে আগুন নিভালেও ততোক্ষণে সব কিছু শেষ হয়ে যায় বাতেনের। বর্তমানে ওই পরিবারের সদস্যদের পরনের পোশাক ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নেই। বিষয়টির প্রতি চুয়াডাঙ্গা জেলা পরিষদ প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন ক্ষতিগ্রস্ত বাতেনের পরিবারসহ গ্রামবাসী।