আলমডাঙ্গায় স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে ভ্রাম্যমাণ আদালত বখাটে বিশ্বজিৎকে ৬ মাসের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: ভ্রাম্যমাণ আদালত ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আলমডাঙ্গার ক্যানেলপাড়ার বিশ্বজিত কুমার অধিকারী নামের এক উত্ত্যক্তকারীকে। গতকাল বুধবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। গত মঙ্গলবার বিশ্বজিৎ আনন্দধামের শিলা সিনেমা হলপাড়ার ৮ম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে উত্ত্যক্ত করলে সে বাড়িতে গিয়ে তার দাদাকে ডেকে নিয়ে যায়। দাদা গিয়ে বখাটে বিশ্বজিৎ অধিকারীকে বকাঝকা করলে বিশ্বজিৎ ২ বন্ধুকে ডেকে সাথে নিয়ে উত্ত্যক্তের শিকার মেয়েটির বাড়িতে হামলা চালিয়ে তার প্রতিবাদকারী দাদাকে জিআই পাইপ দিয়ে বেধড়ক পেটায়। এ ঘটনায় পুলিশ বিশ্বজিৎকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের সম্মুখীন করলেও তার অপর ২ সহযোগীকে আটক করা যায়নি।

এ ঘটনায় আলমডাঙ্গা থানার এসআই মোহাব্বত আলী অভিযান চালিয়ে বখাটে বিশ্বজিৎকে আটক করেন। বিষয়টি অবগত হওয়ার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বখাটে উত্ত্যক্তকারী বিশ্বজিৎকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।

 

Leave a comment