চুয়াডাঙ্গায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে দমকল বাহিনীর অগ্নিনির্বাপক মহড়া

 

স্টাফ রিপোর্টার: জনসচেতনতা বৃদ্ধির জন্য অগ্নিনির্বাপক মহড়া করেছে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। গতকাল বুধবার বেলা ১১টার দিকে ভালাইপুর মোড়ে এ মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয়দেরকে আগুন নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল উপস্থাপন করা হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা গেছে, জনসচেতনতা বৃদ্ধির লক্ষে চুয়াডাঙ্গার ভালাইপুর মোড়ে মাসিক অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় জনসাধারণকে আগুন নিয়ন্ত্রণে আনার কৌশল উপস্থাপন করেন সংশ্লিষ্টরা। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শঙ্কিত না হয়ে এবং ছোটাছুটি না করে প্রাথমিকভাবে আগুন নেভানোর সহজ উপায় সম্পর্কে অবহিত করা হয়। ঘন্টাব্যাপী মহড়া অনুষ্ঠানে দমকল বাহিনী সেখানে আগুন জ্বেলে তা নিয়ন্ত্রণ করার বিষয়েও সকলকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ ইন্সপেক্টর আব্দুস সালাম, লিডার সৈয়দ আলী, ফায়ারম্যান হাসানুজ্জামানসহ ফায়ার স্টেশনের সদস্যরা।