দামুড়হুদায় প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে বিভিন্ন উপকরণ বিতরণ

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় উপজেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ৮ জন সুফলভোগীর মাঝে ৫টি প্যাকেজের ছাগল, গরু ও দেশি মুরগি পালনের লক্ষ্যে মুরগি, মুরগির খাবার, ঘর, বালতি, মশারি, খাবারপাত্রসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়। এছাড়া এ প্রকল্পের আওতায় ইতোমধ্যেই উপজেলার ৩টি স্থানে গবাদি পশুর ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের মাধ্যমে গরুর তড়কা ও ছাগলের পিপিআর টিকা প্রয়োগ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, সাফায়েতুল ইসলাম ও নজরুল ইসলাম।