রাজশাহীর চারঘাটে চোলাই মদপানে পাঁচজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: রাজশাহীর চারঘাটে বিষাক্ত চোলাই মদপানে পাচঁজনের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে এবং গতকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, গত সোমবার রাতে চারঘাটের সুইপার কলোনিতে বসে বোধনী রাণী (৭০), জহর লাল (৬৫), মোক্তারপুর এলাকার হেলাল উদ্দিন (৬৫), মাহাতাব আলী (৫৫) ও অনিল (৫৫) চোলাই মদপান করেন। রাতেই চোলাইমদ ব্যবসায়ী মাহাতাব আলী (৫৫) যান। অন্যরা অসুস্থ অবস্থায় সুইপার কলোনিতে পড়ে ছিলেন। গতকাল মঙ্গলবার সকালে অসুস্থ চারজনকে প্রথমে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগের চিকৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তাদের রামেক হাসপাতালে নেয়ার পথে সুইপার কলোনীর বোধনী রাণী (৭০), জহর লাল (৬৫) ও মোক্তারপুর এলাকার হেলাল উদ্দিন (৬৫) মারা যান। অনিল (৫৫) রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে মারা যান।

চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মন জানান, নিহতরা তিনজন পেশায় সুইপার এবং দুইজন মৎস্যজীবী। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে। সুইপার কলোনির বাসিন্দারা জানান, পুলিশ একাডেমির পাশের ওই সুইপার কলোনিতে প্রতিদিন রাতে চোলাই মদপানের আসর বসে। সোমবার রাতে অনেকেই সেখানে চোলাই মদপান করেন।