ডিঙ্গেদহে সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধ সমাবেশে আজাদুল ইসলাম আজাদ

VLUU L100, M100 / Samsung L100, M100

 

জনগকে সাথে নিয়ে জঙ্গিদের শকড় সমলে উপড়ে ফেলা হবে

ডিঙ্গেদহ প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশ হিসেবে এগিয়ে চলেছে। নিজের দেশের খাদ্য চাহিদা মিটিয়ে বিদেশে খাদ্য রফতানি করা হচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশের উন্নয়নকে রোল মডেল হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ঠিক তখনই বিএনপি জামায়াত জোট আন্দোলনে ব্যর্থ হয়ে মহাজোট সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতিতে ইর্শ্বান্বিত হয়ে বিশ্বের কাছে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র বানানোর জন্য জঙ্গি হামলা, গুপ্ত হামলার পথ বেছে নিয়েছে। মুক্তিযোদ্ধার স্বপক্ষের সকল শক্তি ও জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস ও জঙ্গিদের শেকড় সমূলে উপড়ে ফেলা হবে। গতকাল মঙ্গলবার বেলা ৫টায় ডিঙ্গেদহ বাজারের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদে হলরুমে সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদ প্রতিরোধে সমাবেশ ও নাগরিক কমিটি গঠন সভায় প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ এ কথাগুলো বলেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করেন। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান নান্নুর সভাপতিত্বে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের উপস্থাপনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস, সহসভাপতি খুস্তার জামিল, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাড. সামসুজ্জোহা, সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদ উজ্জামান লিটু, অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসরাম মালিক, প্রচার সম্পাদক ফেরদৌস ওয়ারা সুন্না, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন আহাম্মেদ চন্দন, ওয়ার্কাস পার্টির জেলা সভাপতি সিরাজুল ইসরাম শেখ, জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাড. আকসিজুল ইসলাম রতন, সহসভাপতি আবুল হোসেন মণ্ডল, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জেলা শ্রমিক লীগের সভাপতি আবজালুল হক, জেলা যুব মৈত্রীর সভাপতি মামুনুর রশীদ, জেলা কৃষক লীগের সভাপতি আজিজুল হক, পদ্মবিলা ইউনিয়ন চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামমান মানিক, সদর উপজেলা কৃষক লীগের  সভাপতি আবু সুফিয়ান বিল্লাল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম, মহিলা লীগ নেতা শেফালী খোতুন, তিতুদহ ইউনিয়ন যুবলীগ নেতা শুকুর আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, যুবনেতা ডা. লফিক, বাবুল আক্তার, আ. রাজ্জাক প্রমুখ। শেষে সদর  উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. মান্নান নান্নুকে সভাপতি এবং সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক সাহাদত হোসেনকে সদস্য সচীব নির্বাচিত করে ৭১ সদস্য বিশিষ্ঠ চুয়াডাঙ্গা সদর উপজেলা সন্ত্রাস, উগ্র জঙ্গিবাদ প্রতিরোধ কমিটি গঠন করা হয়।