জীবননগর ডিগ্রি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী উদ্বুদ্ধকরণসভা

 

জীবননগর ব্যুরো: জীবননগর ডিগ্রি কলেজে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী উদ্বুদ্ধকরণসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজ।

ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলী আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বুদ্ধকরণসভায় নিজেদেরকে সন্ত্রাস ও জঙ্গিবাদ হতে দূরে রেখে কেবলমাত্র লেখাপড়া করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে কলেজের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইয়াছিন আরাফাত আকাশ, আকিব হাসান ও সাইদুজ্জামান বিপ্লব। প্রভাষক জসিম উদ্দিন জালালের সঞ্চালনে সভায় কলেজ শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক ইঊনুছ আলী, প্রভাষক খায়রুল বাশার ও প্রভাষক আমিনুল ইসলাম তারেক। সহকারী অধ্যাপক নির্মল কুমার, সুবোধ কুমার অধিকারী মশিউর রহমান ও রফিকুল ইসলাম এ সময় মঞ্চে উপবিষ্ট ছিলেন। সমাবেশে কলেজের শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।