সরোজগঞ্জ আননূর ইসলামী একাডেমীর এক শিক্ষক ও এক শিক্ষিকা এলাকার এখন প্রধান আলোচ্য

পাঁচমাইল প্রতিনিধি: চু্য়াডাঙ্গা সদরে সরোজগঞ্জ আননূর ইসলামী একাডেমীর এক শিক্ষক ও এক শিক্ষিকা গত দু দিন ধরে এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছেন। স্থানীয়রা বলেছেন, শিক্ষক নাসির ও শিক্ষিকা লতা খাতুন এক ঘরে অবস্থান করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ উত্থাপন করেন। শিক্ষক নাসিরকে উত্তমমধ্যমও দেয়। ওই রাতে লতার বাড়ি থেকে নাসিরকে ছেড়ে দেয়া হয়। স্থানীয়দের কেউ কেউ বলেছেন, শিক্ষিকা লতার স্বামী তরু ঢাকায় চাকরি করেন। সুযোগ বুঝে শিক্ষক নাসির লতার সাথে বিশেষ সম্পর্ক গড়ে তোলেন। দুজনকে এক স্থানে ধরার পর বিষয়টি এলাকায় সবার মুখে মুখে ছড়িয়ে পড়েছে।

Leave a comment