গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে দুই বাসচালকের জরিমানা

 

গাংনী প্রতিনিধি: ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে মেহেরপুর গাংনীতে দুই বাস চালকের কাছ থেকে দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে গাংনী উপজেলা সহকারী কশিনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম জামাল আহম্মেদ ওই অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা গেছে, বাসচালকদের লাইসেন্স ও বাসের প্রয়োজনীয় কাগজপত্র আছে কি-না তা যাচাইয়ের লক্ষ্যে গতকাল সকালে গাংনী বাসস্ট্যান্ডে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী লোকাল বাস আটক করা হয়। এ সময় দুই চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজনের কাছ থেকে এক হাজার ও অপর একজনের কাছ থেকে ৫শ টাকা জরিমানা আদায় করা হয়। লাইসেন্স ছাড়া বাস চালাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন দণ্ডিত চালকদ্বয়। এদিকে একই ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মোটরসাইকেলের কাগজপত্র যাচাই করেন।