মেহেরপুরে গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা উত্তর শালিকা গ্রামের মাঠ থেকে গাঁজাসহ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরীর নির্দেশে এসআই মেজবাহুর এ অভিযান চালায়। এ সময় গাঁজা বহনকারী গাংনী উপজেলার রামকৃষ্ণ ধলা গ্রামের আনার মেম্বারের ছেলে বিশারত ওরফে বিশা (২৮) মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।

সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জনান, সদর উপজেলার উত্তর শালিকা গ্রামের রাস্তা দিয়ে মোটরসাইকেলযোগে গাঁজা নিয়ে বিশারত ওরফে বিশা নামে এক মাদকব্যবসায়ী ধলার উদ্দেশে রওনা দিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই রাস্তায় পাশের একটি মাঠে অবস্থান নেয় এসআই মেজবাহুরের নেতৃত্বে পুলিশের একটি দল। মোটরসাইকেলটি সেখানে পৌঁছুলে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটর সাইকেল ফেলে পালিয়ে যায় বিশা। পরে পুলিশর মোটরসাইকেলে রাখা দু্ বান্ডেলে এক কেজি গাঁজার উদ্ধার করেন।

Leave a comment