দর্শনা পূর্বাশা পরিবহনের কাউন্টারে টাকা চুরি : চোর আটক

 

দর্শনা অফিস: পূর্বাশা পরিবহনের দর্শনা কাউন্টারের ক্যাশ থেকে ৮৫ হাজার টাকা চুরির ঘটনায় হাতেনাতে অভিযুক্ত চোর শুভ ধরা পড়েছে। শুভকে উত্তম-মাধ্যম দিয়েছে স্থানীয় ব্যবসায়ীরা। গভীর রাত পর্যন্ত শালিসসভায় হয়েছে সুরাহা। পূর্বাশা পরিবহনের দর্শনা কাউন্টার ম্যানেজার বাবুর রয়েছে বিকাশ এজেন্ট। প্রতিদিনের মতো দুপুরে গোসল ও খাওয়ার জন্য বাবু বাড়িতে যান। এ সুযোগ কাজে লাগিয়েছে দোকানের কর্মচারী শুভ। ক্যাশ বাক্স থেকে ৮৫ হাজার টাকা চুরি করে সরিয়ে ফেলেছে অন্যত্র। বাবু দোকানে ফিরে টাকার গড়মিল দেখে সন্দেহমূলকভাবে শুভকে জিজ্ঞাসাবাদ করলে প্রকাশ পায় চুরি ঘটনা। দর্শনা কলেজপাড়ার রিপনের ছেলে শুভকে রেল বাজার দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সামনে হাজির করলে শুরু হয় সালিশ বৈঠক। বিকেল থেকে রাত ৩টা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকের এক পর্যায়ে শুভ পরিবারের পক্ষ থেকে নগদ ৩০ হাজার টাকা, ২০ হাজার টাকার পরিমান সোনার গয়না পরিশোধ করা হয়েছে। বাকি ৩৫ হাজার টাকা ১ মাসের মধ্যে পরিশোধের অঙ্গিকারের মাধ্যমে মুক্ত করা হয়েছে শুভকে।