কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে চুয়াডাঙ্গায় সভা

 

স্টাফ রিপোর্টার: চাষ-আবাদে তথা কৃষিকাজে আধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করলে কাজ শুধু সহজতরই হয় না, বহুলাংশে ফলনও বাড়ে। সে কারণে কৃষকদের কৃষি যান্ত্রিকীকরণের লক্ষে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার সিসাএমআই প্রকল্পের আওতায় মতবিনিময় সভার আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তালহা জুবাইর মাসুরুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিমিট’র এগ্রিকালচার ডেভলপমেন্ট অফিসার কৃষিবিদ মোস্তফা কারুল হাসান, অফিসার বিজনেস ডেভলপমেন্ট জহিরুল ইসলা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ শারমীন আক্তার প্রমুখ। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়েছে, কৃষি যান্ত্রিকীকরণের লক্ষে ইউএসএআইডি’র অর্থায়নে ভূট্টা ও গম উন্নয়ন কেন্দ্র সিমিট ও এসআই প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেররা কৃষি অফিসার ও উপ সহকারী কৃষি কর্মকর্তাদের মাঝে প্রকল্পের কার্যক্রম সম্পর্কে অবহিত করণের লক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা কৃষি কাজে আধুনিক কৃষি যান্ত্রপাতির ব্যবহার ও এর সুফল সম্পর্কে কৃষকদের সচেতন করার আহ্বান জানান।