বীর মুক্তিযোদ্ধা হাসান খালিদকে গার্ড অব অনার শেষে দাফন

 

ভালাইপুর প্রতিনিধি: মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসান খালিদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আলমডাঙ্গার মোচাইনগরে গার্ড অব অনার প্রদানের পর তাকে দাফন করা হয়। তিনি ছিলেন মাছরাঙ্গা টেলিভিশনের ক্যামেরা প্রোগ্রামার আবু আব্দুল্লাহ উমর শিপনের পিতা ও আসমানখালী বাজারের বিশিষ্ট ব্যক্তি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মোচাইনগরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসানের নেতৃত্বে থানার এসআই জিয়াউর রহমানের সহযোগিতায় একদল পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার প্রদান করে।

জানা গেছে, আলমডাঙ্গা আসমানখালী বাজারের মরহুম খাইরুল মাস্টারের ছেলে বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাসান খালিদ (৭০) দির্ঘদিন ঢাকায় অবস্থান করছিলেন। গত বুধবার বেলা ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল তাকে দাফনের আগে কফিনে শেষ শ্রদ্ধা জানান সহযোগী বীর মক্তিযোদ্ধারা। তার মৃত্যুতে সমবেদনা জানান গাংনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউর রহমান রেজু, সাবেক চেয়ারম্যান জাকারিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসান, আওয়ামী লীগ নেতা খেদের আলী ধুলু বিশ্বাস, ওদুদ,  সাংবাদিক আমিনুল হক চৌধুরী, রাহাত, সাকিম প্রমুখ ।