আলমডাঙ্গায় সরকারি জমি প্রভাবশালীদের কবল থেকে দখলমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)

 

ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার ভাংবাড়ীয়া ইউনিয়নে বগাদী গ্রামে সরকারি জমি দখলমুক্ত করলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান। জমিতে থাকা প্রভাবশালীদের কলাবাগান কেটে সেখানে লাল পতাকা টাঙিয়ে দেন তিনি। পরে জমি লিজ গ্রহীতাকে বুঝিয়ে দেয়া হয়। বৃহস্পতিবার দুপুরে সোনিয়া হাসান তার অফিসের লোকজন নিয়ে প্রভাবশালীদের কবল থেকে ১৭ শতক জমি দখলমুক্ত করেন।

জানা গেছে, জেলার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের ভূমিহীন আশা মল্লিক সরকারের কাছ থেকে ১৭ শতক খাসজমি লিজ নেন। তার মৃত্যুর পর গ্রামের প্রভাবশালী কচিমদ্দিন, কলিমদ্দিন, ছলিমদ্দিন, মহির উদ্দিন, রহমান ও জসীম উদ্দিন তাদের পূর্বে কেনা জমি দাবি করে জবর দখল করে নেন। বিষয়টি নিয়ে উপজেলা ভূমি অফিসে অভিযোগ করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হাসান সরকারি জমি দখলমুক্ত করে ভূমিহীন পরিবারকে বুঝিয়ে দেন। সেই সাথে সেখানে লাল পতাকা টাঙিয়ে দিয়ে তিনি বলেন, অভিযুক্তরা এই জমিতে এলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গার সার্ভেয়ার মাজেদুল ইসলাম, প্রোসেসর সার্ভেয়ার আব্দুল মান্নান, ইউনিয়নর ভূমি সহকারী কর্মকর্তা মহি উদ্দিন, উপসহকারী কৃষি কর্মকর্তা ইশা খাঁ, হাবিবুর রহমান প্রমুখ।