আলমডাঙ্গার শ্রীরামপুরে মুক্তিযোদ্ধার পরিবারের ওপর নির্যাতনের অভিযোগ

 

আলমডাঙ্গা ব্যুরো: মামলা তুলে না নেয়ায় আলমডাঙ্গার শ্রীরামপুরের এক মুক্তিযোদ্ধার স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে গ্রামের আরেক মুক্তিযোদ্ধা ও তার পরিবারের বিরুদ্ধেs। তবে অভিযোগ করা হচ্ছে অভিযুক্ত বাহার আলী ভুয়া মুক্তিযোদ্ধা।

                এলাকাবাসী ও নির্যাতিত পরিবারের অভিযোগসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা শামসুদ্দীন মণ্ডল স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থ অবস্থায় আছেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশী মৃত দিদার মণ্ডলের ছেলে মুক্তিযোদ্ধা বাহার আলী ও তার পরিবার প্রায়ই শামসুদ্দীন মণ্ডলের পরিবারের ওপর নানা ধরনের নির্যাতন করে আসছে। গত ২৯ মে বৃদ্ধ মুক্তিযোদ্ধার নির্যাতিত স্ত্রী জাহানারা খাতুন আদালতে মামলা দায়ের করেন। এরপর অভিযুক্তরা নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। সম্প্রতি বাহার আলীর স্ত্রী, ২ ছেলে খোকন, হাশেম ও খোকনের স্ত্রী পপি গলায় রশি জড়িয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী জাহানারা খাতুনকে হত্যার অপচেষ্টা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সফিউর রহমান সুলতান জোয়ার্দ্দার বলেন, ওই অভিযোগ সম্পর্কে তিনি অবহিত। অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের ওপর এ জুলুম মেনে নেয়া যায় না। তিনি বিষয়টি নিয়ে থানা পুলিশের সাথে আলোচনা করবেন বলে জানান। এছাড়া তিনি বলেন বাহার আলী ভুয়া মুক্তিযোদ্ধা। এ কারণে তার ভাতা গত ৯ মাস আগে বন্ধ হয়ে গেছে।