কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দি

 

মোস্তাফিজ কচি: দামুড়হুদর কার্পাসডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ বর্ষার শুরুতে পানিবন্দি হয়ে পড়েছে। পানি নিষ্কাশনের সুব্যবস্হা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বেশ কিছু এলাকা দিয়ে মানুষ চলাচল করতে পারছে না। সামান্য বৃষ্টি হলেই পানি জমে ভোগান্তির শিকার হচ্ছে অনেক পরিবার ও এলাকাবাসী। ভুক্তভোগী মহল ও এলাকাবাসী এ থেকে পরিত্রাণ চায়। দ্রুত পানি নিষ্কাশনের জন্য পাকা ড্রেন নির্মাণের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দাবি জানিয়েছেন পানিবন্দি মানুষ। সরেজমিনে কার্পাসডাঙ্গা মাঝপাড়া, কাস্টমমোড়, কলোনিপাড়া, কবরস্থান পাড়া, কোমরপুর মাঝপাড়া ও বাঘাডাঙ্গা গ্রামে গিয়ে দেখা যায় বহু পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাড়ি হতে বাইরে আসতে পারছে না। ছেলে-মেয়েদের স্কুলে আসা যাওয়া করতে হচ্ছে পানি মাড়িয়ে। অসুবিধার শিকার পানিবন্দি পরিবারগুলো দ্রত পানি নিষ্কাশনের জন্য পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন।