আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা পাইলট মাধ্যমিক বিদ্যালয়য় ও আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়সহ জাতীয়করণের তালিকায় স্থান পেয়েছে দেশের ৭৯ মাধ্যমিক বিদ্যালয়।
জানা গেছে, সারাদেশে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণের তালিকায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও দামুড়হুদা পাইলট হাইস্কুল স্থান পেয়েছে। এ দুটি বিদ্যালয়সহ এক সাথে দেশের ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের জন্য মনোনীত করা হয়েছে বলে জানা গেছে। জেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয়করণের জন্য এসব বিদ্যালয়ের তিন বছরের তথ্য উপাত্ত শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি) পাঠানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। ২০১৩ সালে সারাদেশে সরকারি বিদ্যালয়বিহীন ৩১৫টি উপজেলা সদরে অবস্থিত মাধ্যমিক বিদ্যালয়কে মডেল স্কুলে রূপান্তর করা হয়। পরে এসব বিদ্যালয়ে ব্যাপক অবকাঠামোগত উন্নয়ন করা হয়। পরে জাতীয়করণের উদ্দেশে গত ১৩ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এসএ মাহমুদ স্বাক্ষরিত পত্রের অফিস আদেশ নং -০৭.০০৯.০১৮.০৮.০০.০০২.২০১৩ (অংশ) ৩১০-এর আলোকে মডেল স্কুলগুলোর তিন বছরের ফলাফল, শিক্ষক-কর্মচারীর তথ্য, শিক্ষার্থীর সংখ্যা, স্থাবর ও অস্থাবর সম্পত্তির বিবরণ মন্ত্রণালয় সংগ্রহ করে। আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, মডেল স্কুলগুলো জাতীয়করণ করা হলে এখানে শিক্ষার মান আরও উন্নত হবে। এসব প্রতিষ্ঠানের উন্নয়নে সরকারের নতুন কোনো অর্থ ব্যয় হবে না।
সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গেছে, যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই, আগস্ট মাসের মাঝামাঝি সময়ে সেসব উপজেলার মডেল স্কুলের তথ্য পাঠানোর জন্যে মন্ত্রণালয় থেকে নির্দেশ আসে। সে আলোকে সারাদেশের উপজেলার মডেল স্কুলের তথ্য উপাত্ত মন্ত্রণালয় ও মাউশিতে প্রেরণ করে। মাধ্যমিক বিদ্যালয় জাতীয়করণ কমিটির দায়িত্বশীল এক সদস্য (সারাদেশের ৩১৫টি মডেল স্কুল রূপান্তর শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক) জানান, মাঠ পর্যায় থেকে সংগৃহীত মডেল স্কুলগুলোর তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে এখন নীতিমালা তৈরি করা হচ্ছে। নীতিমালা তৈরির কাজ শেষ হলে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয়করণের আনুষ্ঠানিক ঘোষণা আসার সমূহ সম্ভাবনা রয়েছে।
এদিকে গতকাল বুধবার রাতে আলমডাঙ্গা মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন অনলাইনে দেশের ৭৯টি বিদ্যালয় জাতীয়করণের তালিকায় তাদের বিদ্যালয়ের নাম দেখে আনন্দে ফেটে পড়েন। মুহূর্তে এ সংবাদ শহরময় ছড়িয়ে পড়ে। তালিকায় ৭৯টি বিদ্যালয়ের মধ্যে চুয়াডাঙ্গা জেলার ২টি বিদ্যালয় ছাড়াও ঝিনাইদহ জেলার শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়