দামুড়হুদা উপজেলা পরিষদের নাজির হামিদুলের মায়ের ইন্তেকাল

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের নাজির হামিদুল ইসলামের মা মোছা. মেহেরা খাতুন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি………..রাজেউন)। তিনি যুদ্ধকালীন কমান্ডার চুয়াডাঙ্গা জেলা শহরের থানা কাউন্সিলপাড়ার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের স্ত্রী। তিনি বেশকিছু দিন যাবত রক্তশূন্যতাসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গাস্থ নিজ বাড়িতে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরিবারের লোকজন বাড়িতেই ডাক্তার ডেকে চিকিৎসার ব্যবস্থা করাকালীন সকাল পৌনে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আছর মরহুমের জানাজার নামাজ শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ জানাজায় অংশগ্রহণ করেন। মৃত্যুকালে স্বামী, ৩ ছেলে, ৩ মেয়ে, নাতি, নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ২ বোন ও ১ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন সকলের বড়। মায়ের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চেয়েছেন ছেলে নাজির হামিদুল ইসলাম।

এদিকে নাজির হামিদুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। উল্লেখ্য, মরহুমার স্বামীর গ্রামের বাড়ি দামুড়হুদা উপজেলার ভগিরথপুর গ্রামে।