গাংনীর বামন্দীতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি সেলিনা আখতার বানু : জঙ্গিবাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

 

গাংনী প্রতিনিধি: জঙ্গিবাদের বিরুদ্ধে সকলে ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানালেন সংরক্ষিত মহিলা সংসদ সদস্য সেলিনা আখতার বানু। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর গাংনী উপজেলার বামন্দীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশের উন্নয়ন হয়। এ কারণে দেশি-বিদেশি ষড়যন্ত্র হয়। তবে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে আনা বাঙালি জাতির কাছে সব ষড়যন্ত্র পরাস্ত হবে। দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে জঙ্গিবাদ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। গাংনী আওয়ামী লীগের সাংগঠনিক বিভিন্ন বিষয় তুলে ধরে সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করার লক্ষ্যে নেতাকর্মী-সমর্থকদের সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বামন্দী ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আ.লীগ সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুক্তগীন মাহমুদ পলাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার, গাংনী পৌরসভার প্যানেল মেয়র উপজেলা যুবলীগ সহসভাপতি নবীর উদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক, সাহারবাটি ইউপি আ.লীগের সভাপতি আকরাম খাঁন, সাধারণ সম্পাদক তৌহিদ মোর্শেদ অতুল, রাইপুর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রেজা সেন্টু, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মরিরুজ্জামান আতু, কাথুলী ইউপি আ.লীগের সভাপতি গোলজার হোসেন, সাধারণ সম্পাদক মোজ্জামেল হক, তেঁতুলবাড়িয়া ইউপি আ.লীগের সভাপতি মহাম্মাদ আলী, সাধারণ সম্পাদক আব্দুল আল মামুন, কাজিপুর ইউপি আ.লীগের সভাপতি আবু নাতেক, সাধারণ সম্পাদক আব্দুর রব স্বপন, বামন্দী ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান কমল, মটমুড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আবুল হাসেন, সাধারণ সম্পাদক আব্দুল বারী, ধানখোলা রাইপুর ইউপি আ.লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মোকলেছ, সহসভাপতি কফেল উদ্দীন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, বামন্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাবেক ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দীন ও মাসুদ পারভেজসহ নেতৃবৃন্দ।