দর্শনাকে উপজেলা করণের দাবিতে ফের জেগে উঠেছেন আন্দোলনকারীরা

 

দর্শনা অফিস: দর্শনাকে উপজেলা করণের দাবিতে আন্দোলন কর্মসূচি কিছুটা ভাটা পড়লে ফের জেগে উঠেছেন আন্দোলনকারীরা। পবিত্র রমজানের কারণে আন্দোলন কর্মসূচি খানেকটা স্থগিত রাখা হলেও আবারো শুরু হয়েছে সভা-সমাবেশ। ঘোষণা করা হয়েছে কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ না ছাড়ার অঙ্গীকার আন্দোলনকারীদের। গতকাল বুধবার বিকেলে দর্শনা প্রেসক্লাব ভবনে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুলেরর সভাপতিত্বে সভায় আলোচনা করেন- উপজেলা আন্দোলনের মুখপত্র আনোয়ার হোসেন, সাহিত্যিক আবু সুফিয়ান, সাবেক ভিপি হারুন অর রশিদ, হাবিবুর রহমান বুলেট, সাজ্জাদ হোসেন, মাহবুবুর রহমান মুকুল, কিতাব আলী, আ. আলীম সজল, মিরাজ উদ্দিন, মঈনুল ইসলাম, ছাত্রনেতা আলামিন প্রমুখ। সাংবাদিক নজরুল ইসলামের উপস্থাপনায় আলোচনা করেন- দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডল, আওয়াল হোসেন, জাহিদুল ইসলাম, চঞ্চল মেহমুদ, ইয়াছির আরাফাত মিলন, কামরুজ্জামান যুদ্ধ, নুরুল আলম বাকু, মনিরুজ্জামান সুমন, আহসান হাবীব মামুন, আজিমুদ্দিন আহমেদ, জিল্লুর রহমান মধু, মেহেদী হাসান তুহিন প্রমুখ। আন্দোলনকারীরা বলেছেন, দর্শনাকে উপজেলা ঘোষণা না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়বো না। প্রয়োজনে আগামী দিনের বড় ধরনের কর্মসূচির মাধ্যমে হলেও দাবি পূরণ করা হবে। পরে কর্মসূচি ঘোষণা করেছেন উপজেলা আন্দোলনের মুখপাত্র ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন। কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৩ ও ২৪ জুলাই দর্শনা বাসস্ট্যান্ড এবং পুরাতন বাজার মোড়ে সমাবেশ ও বিভিন্ন যানবাহনে স্টিকার লাগানো। সভা শেষে আন্দোলনকারীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছাসহ সংবর্ধনা দেয়া হয় দর্শনা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে।