চুয়াডাঙ্গা পৌর মেয়র জিপু চৌধুরীর উদ্যোগে জিএমের সাথে সাক্ষাৎ : চাকরির আশ্বাস পেলেন নিহত রেলশ্রমিকের স্ত্রী সাহেরা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছির নিহত রেলশ্রমিকের স্ত্রীকে চাকরি দেয়ার আশ্বাস দিয়েছেন রেল বিভাগের দক্ষিণ-পশ্চিম জোনের জিএম খাইরুল ইসলাম। গতকাল চুয়াডাঙ্গা পৌর মেয়রসহ চুয়াডাঙ্গার গণ্যমান্য লোকজন তার সাথে দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন। একই সাথে তিনি নিহত মুরশিদের স্ত্রী-সন্তানকে সান্ত্বনা দেন এবং তাদের প্রতি সমবেদনা জানান।

চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি মাদরাসাপাড়ার রেলশ্রমিক দরিদ্র মুরশিদুল হক মুরশিদ নওয়াপাড়া স্টেশন এলাকায় গত মঙ্গলবার ট্রেনে কাটা পড়ে নিহত হন। তিনি রেখে যান তার স্ত্রী সাহেরা খাতুনসহ দুই সন্তান। ছেলে সোহানের বয়স ৭ বছর। আর মেয়ে সুরাইয়া ৩ বছরের। মুরশিদ নিহত হওয়ায় অকূল পাথারে পড়েন সুরাইয়া। ঘটনার দিন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু মুরশিদের বাড়িতে যেয়ে সমবেদনা জানানোর পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন। সেই সুবাদে তার উদ্যোগে তিনিসহ চুয়াডাঙ্গার সন্তান যশোর ক্যানটনমেন্ট হাইস্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা আতিকুল আলম, বেলগাছি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ সরোয়ার বিশ্বাস, বেলগাছির সাইফুল ও বিপুল যশোরে যান গতকাল বুধবার সকালে। রেলের দক্ষিণ-পশ্চিম জোনের জিএম খাইরুল ইসলাম যশোরে অবস্থান করছেন, এমন খবর পেয়েই মেয়র জিপুসহ চুয়াডাঙ্গার গণ্যমান্য ব্যক্তিরা যশোর স্টেশন রেস্টহাউসে তার সাথে গতকাল সকাল ১০টার দিকে দেখা করে বিস্তারিত আলোচনা করেন। এ সময় জিএম খাইরুল ইসলাম নিহত মুরশিদের পরিবারের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন এবং সহযোগিতার আশ্বাস দেন। তিনি মুরশিদের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নেন। তিনি জানান, মানবিক দিক দিয়ে বিবেচনা করে মুরশিদের স্ত্রী সাহেরা খাতুনকে রেলবিভাগে একটা চাকরির ব্যবস্থা করা হবে।