ত্রিদেশীয় সিরিজের শিরোপা অস্ট্রেলিয়ার

 

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিতলো অস্ট্রেলিয়া। গত রোববার স্বাগতিকদের ৫৮ রানে হারিয়ে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে টুর্নামেন্ট জিতলো অসিরা। এদিন ফাইনালে অস্ট্রেলিয়ার ২৭০ রানের জবাবে ২১২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা সেভাবে মনমতো করতে পারেনি অস্ট্রেলিয়া। ৬৯ রানেই ফিরে যান দু জন। তবে স্মিথ ৪৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলার পর ৫৭ রানে আরেকটি দুর্দান্ত ইনিংস উপহার দেন ম্যাথু ওয়েড। অবশ্য ওয়েড অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। অসিরা সংগ্রহ করে ৯ উইকেটে ২৭০। এছাড়া ওপেনার ফিঞ্চ ৪৭ রান করেন। ক্যারিবীয়দের পক্ষে দুটি করে উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল ও জেসন হোল্ডার। জবাবে খেলতে নেমে শুরুতে ধীরে শুরু করলেও আস্তে আস্তে ক্যারিবীয়দের ব্যাটিং চিত্র পাল্টে দেন হ্যাজলউড ও মার্শ। এ দুজনের বোলিঙে মাত্র ৪৫.৪ ওভারে ২১২ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। হ্যাজলউড একাই নেন ৫ উইকেট আর মার্শ নেন ৩টি। ম্যাচ সেরা হন মার্শ। আর ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন আরেক অসি তারকা হ্যাজেলউড।