জাতীয় দলের হয়ে মাঠে নামবেন না মেসি!

 

মাথাভাঙ্গা মনিটর: জাতীয় দলের হয়ে আর মাঠে নামার সিদ্ধান্ত নিতে পারছেন না বলে জানিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তিনি বলেন, আমার বাছাই করার দিন শেষ হয়েছে। টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে মেসি আরো বলেন, জাতীয় দল আমার জন্য আর নয়। চারটি ফাইনাল (হার), এটা আমার জন্য নয়। (জয়-পরাজয়) এটা আসলে আগেই সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। মেসি বলেন, আমি মনে করি এ সিদ্ধান্তটা সবার জন্যই ভালো হবে। বিশেষত অনেকেই এটা চায়। বাছাই করা আমার পক্ষে আর সম্ভব নয়। এটা একটা সিদ্ধান্ত। আমি অনেকবার চেষ্টা করেছি (চ্যাম্পিয়ন হওয়ার) কিন্তু পারিনি। তিনি আরো বলেন, আবারো এটা হওয়ায় আমি প্রচণ্ড কষ্টের মধ্যে আছি। আমি আমার পেনাল্টি মিস করেছি। এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আর কিছু বলার নেই।

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে কোপা আমেরিকার ফাইনালেও চিলির কাছে হেরে যায় আর্জেন্টিনা। তার আগে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হেরে যায় জার্মানির কাছে। ২০০৭ সালেও ফাইনালে ব্রাজিলের কাছে হেরে যায় আর্জেন্টিনা। এ প্রতিটি ম্যাচেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েও জেতাতে সক্ষম হয়নি লিওনেল মেসি। এদিকে মেসির জাতীয় দলে না খেলা প্রসঙ্গে দলটির নিয়মিত গোলরক্ষক রোমেরো বলেন, আসলে প্রচণ্ড বিষণ্ণতা বা রাগ থেকে সে এটি বলেছে। আর এটা স্বাভাবিক। কারণ জয়ে খুব কাছ থেকে আরো একবার ব্যর্থ হয়েছি আমার। কিন্তু আমার দৃষ্টিতে, তাকে বাদ দিয়ে আর্জেন্টিনা দলে খেলোয়াড় বাছাই করা সম্ভব নয়। তাকে ছাড়া আর্জেন্টিনা দলের কথা ভাবতেও পারি না আমরা।