দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক মাদক ও চোরাচালান রোধসহ বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে মাদক, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধসহ বিরাজমান সমস্যা নিরসনে ফলপ্রস্যু আলোচনা করেছেন দুদেশের সীমান্তরক্ষী কর্মকর্তারা। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে ভারতের বিএসএফ’র প্রতিনিধি দল দর্শনা জয়নগর সীমান্ত পথে গাড়ি বহরযোগে পৌঁছুলে বিজিবির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা অভ্যার্থনা জানানো হয়। জয়নগরে বিজিবির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসে সৌজন্যমূলক বৈঠক করা হয়। বৈঠকে সীমান্তে নারী ও শিশু পাচার, মাদক পাচার এবং চোরাচালানী বন্ধসহ বিরাজমান সমস্যা নিরসনে ঘণ্টাব্যাপি আলোচনা করেছেন সীমান্তরক্ষী কর্মকর্তারা। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন, চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক মোহাম্মদ আমির মজিদ। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়া আরও উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সহকারী পরিচালক শেখ সাইফুল আহম্মেদ, ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের স্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র,  শ্রী জাসবীর সিং। বৈঠকে ১৪ মে ২০১৬ তারিখে জীবননরের নতুনপাড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক শিহাব উদ্দিন সজলকে (১৬) হত্যার ব্যাপারে বিএসএফ’র উচ্চ পর্যায়ে গঠিত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের অগ্রগতি সম্পর্কে বিজিবি’র পক্ষ থেকে জানতে চাওয়া হলে জবাবে বিএসএফ কমান্ড্যান্ট জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে চলছে। পরবর্তীতে বিস্তারিত বিজিবিকে অবহিত করবে বলে জানানো হয়। এছাড়াও গত ১৯ মে জীবননগর থানার কাশিপুর গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী তানিয়া খাতুন (পাসপোর্ট নং এএফ৭৭৫৭৭২৬) চিকিৎসা শেষে ভারতের কোলকাতা থেকে ট্রেনযোগে গেদে চেকপোস্টে আসার পথে মাজদিয়া রেলওয়ে স্টেশনে কাস্টমস অফিসার প্রণব রায়সহ কয়েক জন ভারতীয় নাগরিক কর্তৃক শ্লীলতাহানী করার ব্যাপারে অভিযোগটি বিএসএফ’র কমান্ড্যান্টকে অবহিত করা হয়েছে। বিএসএফ কমান্ড্যান্ট বলেছেন, ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে বলা হয়েছে।