কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

কোটচাঁদপুর প্রতিনিধি: কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে গত ১৯ মে  সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জানা যায়, গত ১০ অক্টোবর ২০১২ তারিখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কোটচাঁদপুরে জামায়াত বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশের এসআই ফারুক হোসেন ও এসআই মোহসীন আলী বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জামায়াত নেতা মুহা. তাজুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান জামায়াত নেতা মুয়াবিয়া হোসাইনসহ ৩৪ জনের নাম উল্লেখসহ অনেককে অজ্ঞাত আসামি করা হয়। মামলা দুটির দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সম্প্রতি আদালতে চার্জশিট প্রদান করে। পুলিশের দেয়া চার্জশিট আদালতে গৃহীত হয়। এ প্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের সাময়িকভাবে বরখাস্ত করা হয়।