বিদেশি টুকরো

 

হজে যেতে পারবেন না ইরানি নাগরিকরা

মাথাভাঙ্গা মনিটর: চলতি বছর সেপ্টেম্বরে বার্ষিক হজ অনুষ্ঠানে যেতে পারছেন না ইরানি নাগরিকরা। সৌদি আরবের সাথে তিক্ত সম্পর্কের কারণে হজ আয়োজনে কোনো চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুটি। চুক্তি করার লক্ষ্যে গত মাসে ইরানী প্রতিনিধিদল চারদিন সৌদি আরবে অবস্থান করে। কিন্তু ইরানে সৌদি কূটনৈতিক মিশন জানুয়ারি থেকে বন্ধ এবং সৌদিতে ইরানী ফ্লাইট চলাচল না থাকায় কোনো সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। সরকারি বার্তা সংস্থাকে ইরানের সংস্কৃতি মন্ত্রী আলী জান্নাতি বলেন, কোনো ব্যবস্থা এখনও হয়নি। এখন অনেক দেরি হয়ে গেছে। তিনি আরো যোগ করেন, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু অন্তর্ঘাতটা আসছে সৌদিদের কাছ থেকে। উল্লেখ্য, শীর্ষস্থানীয় শিয়া ধর্মীয় নেতা নিমর আল নিমরের মৃত্যুদণ্ড সৌদি আরব কার্যকর করায় ইরানে প্রতিবাদকারীরা তাদের কূটনৈতিক মিশনে হামলা চালায়। জবাবে রিয়াদ তেহরানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এছাড়া গত বছর হজ করতে গিয়ে পদপিষ্ট হয়ে যে ২ হাজার হাজি মারা গেছেন তাদের মধ্যে ইরানের ৪৬৪ জন রয়েছেন। এই দুই ঘটনাকে কেন্দ্র করে দু দেশের মধ্যে বর্তমানে তিক্ত সম্পর্ক রয়েছে।

 

বিচারের মুখে ব্রাজিলের প্রেসিডেন্ট রৌসেফ

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলের সিনেট প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে সংসদীয় বিচারের মুখোমুখি করার পক্ষে ভোট দিয়েছে। সিনেটের ৫৫ জন সদস্য প্রেসিডেন্ট দিলমা রৌসেফকে অভিশংসন করার প্রস্তাবের পক্ষে ভোট দেন। বিপক্ষে ভোট দেন ২২ জন। এই প্রস্তাব পাস হওয়ায় প্রেসিডেন্ট রৌসেফ এখন আর তার পদে থাকতে পারবেন না। রৌসেফ ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তার বিরুদ্ধে ব্রাজিলের বিপুল বাজেট ঘাটতি গোপন করে রাখার অভিযোগ আনা হয়। এই অভিযোগেই এখন তার বিচার হবে। তার বিচার চলার সময়টিতে দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মিচেল তেমের। দিলমা রৌসেফ অবশ্য শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করেন। দিলমা রৌসেফের অপসারণের মধ্য দিয়ে ব্রাজিলে একটি যুগের অবসান ঘটলো বলে মনে করা হচ্ছে। তের বছর আগে ব্রাজিলে বামপন্থিরা ক্ষমতায় আসার পর দেশটিতে বিরাট পরিবর্তনের সূচনা হয়। অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি কোটি কোটি মানুষকে দারিদ্র সীমার নিচে থেকে টেনে তোলা সম্ভব হয়। তবে ব্রাজিল সম্প্রতি বছরগুলোতে আবারও অর্থনৈতিক মন্দার কবলে পড়ে।

 

ইথিওপিয়ায় বন্যা ও ভূমিধ্বসে ৫০ জনের মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে ইথিওপিয়ায় অন্ততপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। এল নিনোর প্রভাবে দেশটিতে ৫০ বছরের মধ্যে সবচে ভয়াবহ খরার মধ্যে এই আকস্মিক ভারী বৃষ্টিপাত হলো। দেশটির দক্ষিণাঞ্চলীয় জেলা ওলাইতার প্রশাসকেরা জানিয়েছেন, সোমবার ভূমিধ্বসে ৪১ জনের মৃত্যু হয়েছে। অপর নয় ব্যক্তি বালের দক্ষিণ-পূর্বাঞ্চলে বন্যার পানিতে ডুবে মারা গেছেন। ওই বন্যায় শ শ গবাদি পশুও মারা গেছে। বালেতে বন্যায় দক্ষিণ ওরমিয়া অঞ্চলের ৫৫৯ হেক্টর আবাদি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেসে গেছে শস্য। ওলাইতার পুলিশ কমিশনার আলেমায়েহু মামো বলেছেন, ভূমিধ্বসে নিখোঁজ মানুষদের উদ্ধারে অভিযান চলছে। কিন্তু ওই অঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। খরার শিকার এক কোটিরও বেশি মানুষের জন্য জরুরি মানবিক সহায়তা প্রয়োজন। দেশটির সরকার ও ত্রাণ সংস্থাগুলো জরুরি খাদ্য সহায়তার জন্য ইতোমধ্যে ১৪০ কোটি মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে।

 

নাউরুতে অস্ট্রেলিয়ার আশ্রয় শিবিরে বাংলাদেশির মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ নাউরুতে অস্ট্রেলিয়ার শরণার্থী শিবিরে আশ্রিত এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। তাদের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাকিব নামে ২৬ বছরের ওই বাংলাদেশি ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেছেন বলে শরণার্থীদের অধিকার নিয়ে কর্মরত একটি সংগঠন দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে অস্বীকার করেছে অস্ট্রেলিয়া কর্তৃপক্ষ। অবৈধভাবে সমুদ্রপথে আসা আশ্রয়প্রার্থীদের পাপুয়া নিউ গিনির মানুস দ্বীপ অথবা নাউরুর আশ্রয় শিবিরগুলোতে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া। ওই সব আশ্রয় শিবিরের বাজে পরিস্থিতি এবং সেখানে নির্যাতনের খবরে বিভিন্ন মানবাধিকার সংগঠনের পাশাপাশি জাতিসংঘেরও সমালোচনা রয়েছে। রাকিবকে নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে নাউরুতে আশ্রিতদের মধ্যে এটি দ্বিতীয় মৃত্যুর ঘটনা, যেখান থেকে বেরোতে বিক্ষোভের অংশ হিসেবে গায়ে আগুন দিয়ে আত্মাহুতির ঘটনা ঘটছে। সেখানে দীর্ঘ আটকাবস্থার প্রতিবাদে এর আগে ২৩ বছর বয়সী এক ইরানি যুবক এবং ২১ বছরের এক সোমালি যুবতী গায়ে আগুন দেয়। এতে ওই যুবকের মৃত্যু হয়েছে। সোমালি নারী প্রাণে বেঁচে গেলেও এখনও তার অবস্থা আশঙ্কাজনক।

Leave a comment