চলো চলো ঢাকা চলো সমাবেশে যোগ দাও

 

স্টাফ রিপোর্টার: চলো চলো ঢাকা চলো, সমাবেশে যোগ দাও, এই স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ বৈঠক করেছেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি চত্বরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ১১ মে অনুষ্ঠেয় মহাসমাবেশে যোগদানের করণীয় বিষয়ে এখানে আলোচনা হয়। ওই দিন জেলার সমস্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে সকল শিক্ষক-কর্মচারী একাট্টা হয়ে বাসযোগে ঢাকার সমাবেশে যোগ দেবেন বলে সিদ্ধান্ত হয়।

বেশ কয়েক বছর ধরে দেশের নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবি নিয়ে আন্দোলন সংগ্রাম করে আসছেন। এমপিওভুক্তির দাবিতে আগামী ১১ মে ঢাকার জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করেছে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশন। ওই সমাবেশে যোগদানের জন্য চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ গতকালের সভা আহ্বান করেন। সভায় সিদ্ধান্ত হয় আগামী ১০ মে সন্ধ্যায় চুয়াডাঙ্গা থেকে বাসযোগে জেলার সব শিক্ষক-কর্মচারী রওনা দেবেন। পরদিন ১১ মে মহাসমাবেশে যোগদানের পর ওই দিনই বিকেলে ফিরতি বাসে চুয়াডাঙ্গায় ফিরবেন শিক্ষক-কর্মচারীবৃন্দ। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

গতকাল চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত সভায় নন-এমপিও প্রতিষ্ঠানের শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করে সভায় যোগ দেন আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দানকারী স্কুল-কলেজ মাদরাসার সমন্বয়কারী শেখ সেলিম, বাংলাদেশ শিক্ষক সমিতি চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ফজলুল হক, অর্থ বিষয়ক সম্পাদক মজিবুল হক, কার্যকরী সদস্য মনিরুজ্জামান মিঠু, সদর উপজেলা সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। অন্যান্য শিক্ষক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ গোলাম কিবরিয়া, অধ্যক্ষ আব্বাছ উদ্দিন, নুরুজ্জামান, ওসমান গনি, আবু সালেহ, বখতিয়ার উদ্দিন, সাইদুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, এমপিওভুক্তি কোনো করুণার নয়, এটা আমাদের অধিকার। এই অধিকার আদায় করেই ছাড়বো আমরা।